মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি:
দক্ষিন লংলার রাজধানী খ্যাত রবির বাজার কুলাউড়া উপজেলা সদরের পরেই বৃহত্তম ব্যবসা কেন্দ্র।যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।রবির বাজারের জন্মলগ্ন থেকে মধ্য বাজারের পুকুরই ছিল সুপেয় পানির প্রধান উৎস।এই পুকুরের পানি দিয়েই ব্যবসায়ী ও অন্যান্য মানুষ তাদের দৈনন্দিন চাহিদা মেটাতো।বাঁধাই করা ঘাটে ব্যবসায়ী সহ বাজারবাসীর গোসল,ধোয়ামোছা সহ রান্নার পানি ব্যবহার করত।
কিন্তু বর্তমানে এই পুকুর থেকে কেউ বলতে পারবে না যে এটা একটি পুকুর,
বাজারে যদি কোনদিন আগুন লাগে, তাহলে ফায়ার সার্ভিস ঠিকই আসবে কিন্তু পানি নেওয়ার মতো কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না। বাজারের অনেক কল আছে যেগুলো থেকে পানি নেওয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার।
আর এই অবস্থা বিবেচনা করে এগিয়ে এসেছে রবির বাজারের অন্যতম সামাজিক সংগঠন Close to Humanity.
প্রান প্রিয় রবির বাজারে এমন জনগুরত্ব পূ্র্ন পুকুর খনন করে পূর্বের অবস্হায় ফিরিয়ে আনতে Close to Humanity অক্লান্ত চেষ্টা করছে।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাওলানা ফজলুল হক খান সাহেদ ও ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব গোলাম হোসেন সাহেব ও ভূমি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এর সাথে আলোচনা হয়েছে। উনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এই পুকুরটি পরিষ্কার করে পুকুরটির প্রাণ ফিরিয়ে দিতে প্রয়োজন এলাকার মানুষের ও প্রশাসনের সহযোগিতা।
Close to humanity এখন একটাই চাওয়া, বাজারের সকল ব্যবসায়ী ও এলাকার সচেতন মহলকে সবাই যাতে এগিয়ে আসে।
শেয়ার করুন