বিশ্বনাথের লামাকাজীতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রান বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাদ্ধকৃত উপহার ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ জুন) বিকালে মির্জার গাঁও জামে মসজিদ প্রাঙ্গনে লামাকাজী ইউনিয়নের বন্যার্ত ও আশ্রয়ণ প্রকল্পে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ২০ জনের প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবন, ১ কেজি চিনি, মরিচের গুড়া ১শত গ্রাম, হলুদের গুড়া ২শত গ্রাম, ধনিয়ার গুড়া ১শত গ্রামসহ মোট ১৪.৪০ কেজি খাদ্যসামগ্রী।
ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, উপদেষ্টা মাস্টার আফতাব উদ্দিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এর ভাই হামিদুর রহমান চৌধুরী আনোয়ার, উপজেলা পিআইও প্রভাষ চক্রবর্তী।

লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক জহির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি গোলাম আহমদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, আওয়ামীলীগ নেতা সমুজ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, সহ সভাপতি সমর আলী, সংরক্ষিত মহিলা মেম্বার সোহাদা বেগম, ২নং ওয়ার্ডের মেম্বার আফজল হোসাইন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এশাদ মিয়া, আল ইসলাহ কর্মী মাওলানা রাজিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *