২১ আগস্ট ২০০৪ সালের নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার(১৯ আগস্ট) জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মজির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে পরিচালিত নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ আগস্ট ২০২২, রবিবার, বিকেল ৩ ঘটিকায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সভা ।
প্রতিবাদ সভা সফল ও সার্থক করার লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
শেয়ার করুন