স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর গ্রুপ চ্যারিটি ফান্ড’র পক্ষ থেকে লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের ২০২৪ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুর ২ টায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ও চ্যারিটি ফান্ডের চেয়ারম্যান মো. আজিজুর রহমান এর অর্থায়নে গ্রামের ১৮ জন এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ওই সংবর্ধনা প্রদান করা হয়।
চ্যারিটি ফান্ডের চেয়ারম্যান মো. আজিজুর রহমান এর বড় ভাই হাজী আতাউর রহমান এর সভাপতিত্বে ও সংগঠক তারেকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে আমন্তিত অতিথির বক্তব্য রাখেন রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ও লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, গ্রামের মুরব্বি নিজাম উদ্দিন ভাসানী, সেবুল সরকার, অভিভাবক সদস্য আশিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী সাইদুর রহমান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য, সংগঠক রুবেল আহমদ, মাহবুব হাসান, মানিক মিয়া সহ প্রমুখ উপস্হিত ছিলেন।