হজের নিবন্ধন না করা দেশি-বিদেশি ৩ লাখ মানুষকে মক্কা নগরী থেকে সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল–আরাবিয়া। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হজের আগে গত শনিবার এই পদক্ষেপ জানায় সৌদি আরব।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হজের সময় বিপুল সংখ্যক মানুষে আগমনে মক্কায় ভিড় অনেক বেশি থাকে। গত বছর হজ করতে আসেন ১৮ লাখ মানুষ। এই ভিড় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ। এ কারণে হজের নিবন্ধন করেননি এমন ব্যক্তিদের মক্কা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মক্কা নগরী থেকে যাদের বের করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজারের বেশি বিদেশি, যারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে আসেন। হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র বা নিবন্ধন নেই।
এছাড়া হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে আসা ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষকেও মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এবার সৌদি আরবে হজ পালন করতে এসেছেন ১৩ লাখ মানুষ। শনিবার এই তথ্য দিয়েছে দেশটি।
শেয়ার করুন