তানজিল হোসেন, গোয়াইনঘাট: বন্যায় বিপর্যস্ত গোয়াইনঘাটের পানিবন্দি মানুষদের মাঝে দিনব্যাপী খাদ্য সহায়তা বিতরণ করেছে সাংবাদিকদের সংগঠন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব। শনিবার (২২ জুন) সকাল থেকে উপজেলার লেঙ্গুড়া, ডৌবাড়ী ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলে বসবাসরত তিনশত বন্যা দুর্গত পরিবারকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সহ-সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সহ-সাংগঠনিক ইব্রাহিম আলী ও নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ প্রমুখ।
শেয়ার করুন