আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে বানারীপাড়ায় সংখ্যা লঘুদের ভোগ দখলীয় সম্পত্ত্বি জোড় পূর্বক দখল

জাতীয়

বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ার মাদারকাঠি গ্রামে সংখ্যা লঘুদেরর ৬৫ বছরের অধিক সময়ধরে ভোগ দখলীয় সম্পত্ত্বি জোড় পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৬৭ নং মাদারকাঠি মৌজার এস এ ৫৪৬ ও ৪১১ নং খতিয়ানের ১০৬৫, ১০৬৬,১০৬৭ নং দাগের ৪৮ শতাংশ জমি দীর্ঘ ৬৫ বছর ধরে চাখার ইউনিয়নের সেনাহার গ্রামের মৃত্যু কালিপদ সমদ্দারের সন্তান মন্টু লালসহ ৭ সন্তান ও তার ওয়ারিশরা ভোগ দখলে ছিল। সেই ভোগ দখলীয় সম্পত্ত্বি জোড় পূর্বক মাদারকাঠি গ্রামের জাকির হোসেন খান, টিটু খান, আক্তার হোসেন খান গং রা মন্টু লাল সমদ্দারদের চারদিকের সিমেন্টের পিলারসহ ভেড়া উঠিয়ে জোড় পূর্বক বাশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। সরেসমিনে গিয়ে দেখা যায় ও বিরোধপূর্ন সম্পত্ত্বিতে জাকির হোসেন খান শ্রমিক নিয়ে একটি ঘর উত্তোলন করতেছে। মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ২৮২/২৪( বানারীপাড়া) নং এম পি কেস এর ৬৮৫ নং স্মারকে বানারীপাড়া সহকারী ভূমি অফিসেরর কাছে এর তদন্ত প্রতিবেদন চাইলে গত ১ লা এপ্রিল ২০২৪ তারিখে সলিয়াবাকপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব দিলরুবি খানম এই প্রতিবেদন দেন যে বানারীপাড়া উপজেলার ৬৭ নং মাদারকাঠি মৌজার এস এ ৫৪৬ ও ৪১১ নং খতিয়ানের ১০৬৫ দাগের. ৩৭ শতাংশ ১০৬৬ দাগের. ০৩ শতাংশ ও ১০৬৭ নং দাগের. ০৮ শতাংশ জমিসহ মোট ৪৮ শতাংশ জমি মন্টু সমদ্দার গং হারাহারী খন্ডে ভোগ দখল করতেছেন। উল্লেখ থাকে যে গত ১৯ জানুয়ারী বিকালে জাকির হোসেন গংরা মন্টু সমদ্দার গংদের ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করিয়া ঘর,রিন স্লাপসহ অন্যান্য আসবাাবপত্র ভাংচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং খুন জখমের হুমকি ও জোড় পূর্বক দখলের চেষ্টা করিলে ২১ জানুয়ারী মোকাম বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, বরিশালে জাকির হোসেন গংদের বিবাদী করে এম পি নং ৫২/২০২৪ বানারীপাড়া) ফোজধারী কার্যবিধি আইনের ১০৭/১১৭(গ) ধারায় মামলা করলে বিবাদী আক্তার হোসেন,জাকির হোসেন ও টিটু খান মোকাম বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, বরিশাল এর কাছে এই মর্মে গত ১১ ফেব্রুয়ারী ২০২৪ তরিখে মুুচলেকা বন্ডে স্বাক্ষর করে আসেন যে বাদী মন্টু সমদ্দার গংদের দাবাই নাই,ধমকাই নাই এবং আগামী ৬ মাসের মধ্যে দমকানোসহ খুন জখমের ভয় ভীতি প্রদর্শন করবো না, করলে ৬ হাজার টাকা অর্থদন্ড করা হবে অথচ এর তিনদিনের মাথায় অর্থাৎ ১৫ ফেব্রুয়ারী বিবাদীরা জনতাবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রাদী নিয়ে হামলা চালিয়ে ফিল্মি স্টাইলে সিমেন্টের খুটি ও তানকাটা বেস্টনি ভেঙ্গে ঐ সম্পত্ত্বিতে প্রবেশ করিয়া গাছ পালা কাটিয়ে ব্যপক ক্ষয় ক্ষতি করে এবং বাদীপক্ষ বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে শ্লীলতাহানী ঘটায়। ঐ সময় মন্টু লাল সমদ্দার বাদী হয়ে সি আর ৭৬/২০২৪ এ ১৪৩, ৪৪৭,৩২৩,৩২৪,৩২৫,৩০৭,৩৭৯,৩৫৪,৫০৯,৫০৬(২),১০৯ ধারায় মামলা দায়ের করে। সর্বপরি তারিখ মন্টু লাল সমদ্দার বাদী হয়ে মোকাম বরিশাল বানারীপাড়া সহকারী জজ আদালতে দেওয়ানী মোঃ নং ২৮/২০২৪ এ ঐ জমিতে নিষেধাজ্ঞা চেয়ে মোকদ্দমা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে ৩০ জুন ২০২৪ টিটু খান, জাকির হোসেন খান, আক্ততার হোসেন খানসহ বিবাদীদের ঐ জমিতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ প্রধান করেন। বিবাদিরা নোটিশ প্রাপ্ত হইয়া আদালতের আদেশ অমান্য করিয়া শুক্রবার রাতে জোড় পূর্বক জমি দখল করে এবং শনিবার দিনভর ঘর উত্তোলন করিতেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *