স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি প্রবাসী দাদু ভাই ছইল মিয়াকে শুক্রবার (৬ জুলাই) দুপুর ২টায় ফাউন্ডেশনের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রবাসী দাদু ভাই ছইল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেন্টু আলী, স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সুরমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক তাছলিমা বেগম, সদস্য সালমা জান্নাত, ডালিয়া বেগম, আলী হোসেন, সোনিয়া বেগম,
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সালমা জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী দাদু ভাই ছইল মিয়া বলেন, আমি সারাজীবন মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যেতে চাই।
ফাউন্ডেশনের যে কোন কাজ করতে আমি আপনাদের পাশে থাকব এবং আমরা আমাদের সংগঠন নিয়ে যে কোন সময় কঠিন দুর্যোগে মানুষের পাশে থাকব।