মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের হাজার হাজার মানুষ। শুকনো খাবার নিয়ে অনেকেই ছুটছেন বন্যা কবলিত এলাকায়। একারণেই বাজারে চাহিদা বেড়েছে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি ও ত্রাণ বিতরণ উপকরণের । আর এই সুযোগে দাম বাড়াচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী
হঠাৎ বন্যায় দেশের পূর্বাঞ্চলের ১১ জেলার ১০ লাখ পরিবার পানিবন্দী, ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫১ লাখ মানুষ।অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সব এলাকার মানুষ। শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট কিনতে বাজারে ভিড় বেড়েছে । হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় বগুড়ার বাজারে চিড়া প্রতি কেজি ১০ টাকা , গুড় ১০ থেকে ১৫ টাকা, মুড়ি ৬ থেকে ৮ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। মোমবাতি প্রতি ডজনে ২০ টাকারও বেশি বেড়েছে। ত্রাণ হিসেবে ব্যবহৃত পণ্যের সংকটও রয়েছে বাজারে।
এবার বন্যার্তদের সহায়তায় নেমেছে ছাত্র, শিক্ষক,আলেমসহ সামাজিক সংগঠন । সাধারণ মানুষের সাড়াও মিলছে ভালো। তবে ত্রাণ সামগ্রী সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখার দাবি সকলের।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে প্রতিদিন উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে স্বেচ্ছাসেবীরা বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন।