ট্রমা কাটিয়ে যথেষ্ট সক্রিয় হয়েছে কোম্পানিগন্জ থানা পুলিশ। তারা নিয়মিত মামলা রুজুর পাশাপাশি আইনশৃংখলা নিয়ন্ত্রনে তদারকিও শুরু করেছে।
সেবাগ্রহীতা ভুক্তভোগী মানুষের সাধারণ ডায়রী গ্রহণের পাশাপাশি আইনগত প্রতিকার দেয়ার চেষ্টা করছে। কোম্পানিগন্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান সাধারণ মানুষের সাথে পুলিশের জনসংযোগ বৃদ্ধি করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে থানা পুলিশকে একান্ত কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে বেশ কিছু উশৃংখল। অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়া এই বাহিনী কোম্পানিগন্জে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কোম্পানিগন্জ থানায় অফিসারসহ সব পুলিশ সদস্য যোগদান করেছেন। এতে ভোগান্তি কমছে ভুক্তভোগী মানুষের। তবে পুলিশ সদস্যরা বলছেন, মাঠে তুচ্ছতাচ্ছিল্য ও হেনস্তার ভয়ে কাজে আসতে সাহস পাচ্ছেন না বাহিনীর অনেক সদস্য।
অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন,রাতেও পুলিশের টহল চলমান। দু’টি টহল দল একদম গ্রাম পর্যায়ে গিয়ে মানুষের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছে।
তিনি নিজেও টহলে বের হয়ে মানুষকে পুলিশের উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করছেন বলে জানান।
এদিকে স্থানীয় পুলিশ সদস্যদের মধ্যে বদলি ও পদায়ন নিয়েও আতঙ্ক রয়েছে। কনস্টেবল থেকে ঊর্ধ্বতন পদে প্রতিদিনই বদলির আদেশ হচ্ছে। বছরের মাঝামাঝি এমন বদলির কারণে অনেকেই স্কুল-কলেজপড়ুয়া সন্তানদের নিয়ে বিপাকে পড়ছেন।
শেয়ার করুন