ক্লিনিকের মধ্যেই ডাক্তারকে একের পর এক ঘুষি। সেই ঘটনার ভিডিও ফ্রেমবন্দি করে কে বা কারা ছেড়ে দেন নেটদুনিয়ায়। আর তা ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায় ওই তরুণী মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মেয়ে। ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিনা অ্যাপয়েন্টমেন্টে ওই চিকিৎসক তরুণীকে দেখতে অস্বীকার করায় রেগে গিয়ে চিকিৎসককে একের পর এক ঘুষি মারতে শুরু করেন ওই তরুণী। ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী।
এরপর দ্রুত একটি বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি।’
জানা গেছে, ঘটনাটি গত সপ্তাহের শেষ দিকের। আর এই ঘটনার নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও (আইএমএ)।
শেয়ার করুন