প্রেস বিজ্ঞপ্তি:::
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অজামিল চন্দ্র নাথ দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।৮ সেপ্টেম্বর,২০২৪ইং (রবিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি স্ত্রী, ভাইবোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক অজামিল চন্দ্র নাথ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের ছেলে।তিনি দীর্ঘদিন যাবত বৃহত্তর সিলেটের বহুল আলোচিত দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ও সাপ্তাহিক সিলেটের তথ্যের সম্পাদক হিসেবে সাংবাদিক জগতে জড়িত ছিলেন।
এছাড়াও তিনি ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
এদিকে, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ।তারা তিনির আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শেয়ার করুন