রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগন্জ) প্রতিনিধি
হবিগন্জের মাধবপুরে বিদেশগামী যাত্রীবাহী মাইক্রোবাস মহাসড়ক থেকে ছিনতাই করে ডাকাতির ঘটনায় পুলিশ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুণ্ঠিত মালামাল সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হল উপজেলার আরিছপুর গ্রামের ছোয়াব মিয়ার ছেলে নাছির মিয়া ৩৫,বাকরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী ৩৮,অলিপুর গ্রামের জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান,৯ সেপ্টেম্বর সিলেটের মছুরুর আহমেদ নামে এক ব্যক্তি মেয়ে জামাতাকে বিদেশে পাঠাতে একটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের বহনকারী যানবাহনটি মাধবপুরের অদূরে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় পৌছলে ডাকাতদল একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড দিয়ে বিদেশগামি মাইক্রোবাসটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।মাইক্রোবাসটি জিম্মি করে উপজেলার সুরমা চা বাগান নির্জন স্হানে নিয়ে ডাকাতদল তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ফোন, স্বর্ণালঙ্কার সহ ১৩ লাখ টাকার মালামাল লুঠ করে নেয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়ে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রাম থেকে জালাল মিয়ার ছেলে সালমান উদ্দিনকে গ্রেপ্তার করে। তার দেয়া স্বীকারোক্তি মতে উল্লেখিত ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।