শাল্লা (সুনামগঞ্জ ) প্রতিনিধি :
শাল্লা উপজেলা প্রেসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বুধবার শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি উপানন্দ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য বাদল চন্দ্র দাস ও হাবিবুর রহমান হাবিব। এসময় সভাপতি বলেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের জন্য স্থায়ী কার্যালয় অতীত জরুরি।প্রেসক্লাবের উন্নয়নের জন্য সবার সহযোগীতা কামনা করেন তিনি।
সভার শুরুতেই প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের প্রস্তাবের আলোকে সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক প্রথম আলো পত্রিকার সিলেট বিভাগের ব্যুরো প্রধান সুমনকুমার দাশকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্যের সম্মাননা দেওয়া হয়। সুমনকুমার দাশের জন্মভূমি শাল্লায়। পাশাপাশি তিনি একসময় শাল্লা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন।
শেয়ার করুন