মো:রেজাউল ইসলাম শাফি কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়ায় মডেল ফার্মেসিতে রূপান্তরিত হয়েছে ‘মাহদিয়া মেডিকেল স্টোর’। এ উপলক্ষে বুধবার সকালে শহরের দক্ষিণবাজারস্থ মাহদিয়া মেডিকেল স্টোরে ফিতা কেটে মডেল ফার্মেসির উদ্বোধন করেন মৌলভীবাজারের ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
বিশিষ্ট ব্যবসায়ী, কুলাউড়া সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য সেলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মাহদিয়া মেডিকেলের সত্ত্বাধিকারীর সহোদর ব্যবসায়ী সুফিন আহমেদ, সাবেক ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দক্ষিনবাজারের ব্যবসায়ী নাজমুল বারী সোহেল প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি রফিক মিয়া ফাতু, মাহদিয়া ফার্মেসির সত্ত্বাধিকারী সুলতান আহমেদ, কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সেবা ফার্মেসির সত্ত্বাধিকারী দেবদুলাল দেবু, বেঙ্গল ফুডের সত্ত্বাধিকারী কলিম উদ্দিন, ব্যবসায়ী মোশারফ হোসেন শামিম, জুঁই প্লাজার সত্ত্বাধিকারী আব্দুস শহীদ, মজুমদার ফার্মেসির সত্ত্বাধিকারী অমল কুমার মজুমদারসহ বাজারের ব্যবসায়ীরা।
শেয়ার করুন