সিলেটের যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট

সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংরক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়ন কাজ ও দপ্তর কর্তৃক ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীণ মেন্দিবাগ, বেৱাহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাও, সাদিপুর সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মুক্তিরচক, মুরাদপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *