রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুতুবখালী রসূলপুর সেলফির মোড়ে হয় এই ঘটনা।
রাসেলকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, এলাকার চাঁদাবাজদের সাথে বেশ কয়েকবার বিরোধে জড়িয়েছিল রাসেল। সেই ক্ষোভ থেকেই এলোপাতাড়ি তাকে কোপায় স্থানীয় কয়েকজন যুবক।
স্থানীয়রা রাসেলের পরিবারের সদস্যদের খবর দিলে তাকে প্রথমে এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখলে রাতে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। নিহত রাসেলের ৩ বছরের একটি কন্যা সন্তান আছে।
শেয়ার করুন