কানাইঘাটের সীমান্তবর্তী দনা বাজারে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত

সিলেট

 

কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা বাজারে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাওলাত টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের ৫ জন সহ ৬ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন, এরালীগুল গ্রামের মৃত তরফ আলীর পুত্র আব্দুর রহিম, তার ভাই আব্দুল হান্নান, আব্দুস সুবহান, ভাতিজা আইনুল হক, মইনুল ইসলাম, আব্দুল কাদিরের পুত্র খাইরুল ইসলাম।

অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী স্থানীয় দনা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, আহত রহিম উদ্দিনের নিকট মিকিরপাড়া গ্রামের মৃত সনু মিয়ার পুত্র সুহেল আহমদ ৫০ হাজার হাওলাত চায়। কিন্তু রহিম উদ্দিন হাওলাত হিসেবে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সুহেল আহমদের নেতৃত্বে তার স্বজনরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রহিম উদ্দিনের উপর দনা বাজারে অতর্কিত হামলা করে। এসময় রহিম উদ্দিনকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসলে তার দুই ভাই, ভাতিজাসহ ৬ জন গুরুতর রক্তাক্ত জখম হন।

এসময় দনা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বাজারে অরাজকতার সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ ৪ জনের গুরুতর হওয়ায় সিলেট সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় বাদী হয়ে আহত আব্দুর রহিম হামলাকারী ১১জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে আজ বুধবার রাতে অভিযোগ দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

আহতদের স্বজনদের আরো অভিযোগ হামলাকারীরা দনা সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকায় কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পান না। বিধায় সীমান্ত এলাকায় হামলাকারীরা বেপরোয়া ভাবে চলাফেরা করে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *