গতকাল (১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনকে কলকাতার একটি ইকো পার্কে দেখা গেছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান (চলতি দায়িত্ব) মো. শাহ আলম।
আজ (২ অক্টোবর) সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় তিনি বলেন, “আমি খবর পেয়েছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। ইমিগ্রেশন পুলিশের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানান, তারা কীভাবে সেখানে গেলেন, সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।”
তিনি আরও বলেন, “যেহেতু ইমিগ্রেশন পুলিশের কাছে তার সম্পর্কে কোনো তথ্য নেই, তাই তাকে অবৈধ পথে যেতে হয়েছে। তিনি হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন অথবা স্থল পথে অবৈধভাবে সীমান্ত পার হয়ে যেতে পারেন।”
গতকাল (১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনকে কলকাতার একটি ইকো পার্কে দেখা গেছে।