বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সার্বিক সহযোগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখে পূজা সম্পন্ন করতে স্বজাগ দৃষ্টি রাখা কোন বিকল্প নেই। সকল প্রকারের গুজব রটানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আলা উদ্দিন কাদের, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভুু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবুল বাশার জুয়েল, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন, একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত কুমার সাহা রায়, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ সিকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সাংবাদিব সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, প্রবাসী সংগঠক সঞ্জিত বৈদ্য, বিশ্বনাথ ইউনিয়ন ভ‚মি অফিসের ভ‚মি সহকারী কর্মকর্তা মুছা মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান।
বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মধ্যে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, শ্রীশ্রী রাধা-গোবিন্দ যুব সংঘ পূজা কমিটির সভাপতি সুব্রত চন্দ্র দে, চড়চন্ডী পূজা কমিটির সভাপতি ধীরেন্দ্র সরকার লেচু, জানাইয়া পূজা কমিটির সভাপতি ডা. মলয় সোম চৌধুরী, লক্ষীময়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্চিত বৈদ্য, কালীজুড়ী পূজা কমিটির সভাপতি শ্যামল দাস, সাধারণ সম্পাদক অকিল বৈদ্য, কালাচাঁদ জিউর তলা হরিনাম সংঘ পূজা কমিটির সভাপতি বাবু লাল বৈদ্য, শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়া রাধা-কৃষ্ণ সংঘ পূজা কমিটির সভাপতি নগেশ সরকার, সাধারণ সম্পাদক জুয়েল মালাকার, শ্রীশ্রী কালীবাড়ি কালীগঞ্জ পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক রাখু মালাকার, কোষাধ্যক্ষ শিবু বৈদ্য, চন্দগ্রাম ত্রি-নয়নী পূজা কমিটির সভাপতি বিকাশ দত্ত, পশ্চিমগাঁও পূজা কমিটির সভাপতি সুরঞ্জিত বৈদ্য, সাধারণ সম্পাদক অজিত বৈদ্য, পশ্চিমগাঁও (কাদিপুর) পূজা কমিটির সভাপতি ভ‚ষন কর, সাধারণ সম্পাদক সুমন কর, সনাতন সংঘ পূজা কমিটির সাধারণ সম্পাদক নিপেশ বৈদ্য, কৃপাখালী পূজা কমিটির সাধারণ সম্পাদক চিত্র সরকার, শ্রীশ্রী শিব ও দুর্গা বাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক ধ্রæব জ্যোতি দে উজ্জ্বল, সুরমা বহুমুখী সংঘ পূজা কমিটির সভাপতি বকুল মালাকার, সাধারণ সম্পাদক রনজিৎ মালাকার, বিশ্বনাথ সদর পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন দাস, সংগঠক বিমল কর, অরবিন্দু প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *