বন্যার্তদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের নগদ অর্থ প্রদান

জাতীয় বাংলাদেশ

শাল্লা প্রতিনিধি ::

শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলার বানভাসি হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) উপজেলা সদরে পানিবন্ধী মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ পাঁচশ টাকা বিতরণ করা হয়। তাদের মধ্যে রয়েছে প্যারালাইসিস, প্রতিবন্ধী, দিনমজুর, দলিত সম্প্রদায়, বিভিন্ন রোগে আক্রান্ত অস্বচ্ছল নারী-পুরুষ।

এরপূর্বে বুধ ও মঙ্গলবার উপজেলার কাদিরপুর, পাড়াখালী, আদিলপুর, দামপুর, চব্বিশা, সহদেবপাশা, মনুয়া, মন্নানপুর, কান্দখলা, যাত্রাপুর, বাহাড়া, রঘুনাথপুর, সুখলাইন, আঙ্গারোয়া, হরিনগর, নিয়ামতপুর আনন্দপুর, রামপুর, ঘুঙ্গিয়ারগাঁও, ডুমরাসহ বন্যায় আক্রান্ত শতাধিক অসহায় পরিবারের বাড়িবাড়ি গিয়ে এসব নগদ অর্থ বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

৩দিনব্যাপী নগদ অর্থ সহায়তার সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বলরাম দাস, জগদীশ সরকার, প্রেমবাসী দাস, সাহিত্যিক রবীন্দ্র চন্দ্র দাস, উপজেলা উদীচীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক চম্পা তালুকদার, শিক্ষক সানন্দ কুমার দাস, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন, সহসভাপতি উপানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার, কার্যকরী সদস্য বাদল চন্দ্র দাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *