সাজানো আদালতের মাধ্যমে জামায়েত নেতাদের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে: জামাতের আমির

জাতীয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বিগত শাসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতারা সবচেয়ে বেশি নির্যাতিত। ক্রমিক নাম্বার করে এক থেকে এগারো পর্যন্ত শীর্ষ নেতাদের সাজানো আদালতের মাধ্যমে জামায়েত নেতাদের দুনিয়া থেকে বিদায় করা হয়।

বুধবার (০৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে জামায়াতে ইসলামী আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর যে গোষ্ঠী ক্ষমতায় ছিলেন তাদের শাসন বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কেউ এই কুশাসনের হাত থেকে রক্ষা পাননি। প্রতিবাদ যারাই করেছেন, তাদের আয়না ঘরে পাঠানো হয়েছে। সৌভাগ্য তাদেরই যারা ফিরে আসতে পেরেছেন আয়নাঘর থেকে। তবে তারা সংখ্যায় অল্প।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের হাত ধরে ৫ই আগস্ট অপশাসনের কালো অধ্যায়ের সমাপ্তি হয়েছে। পরিবর্তনের এই সময়ে দেশের কাঠামো সংস্কার জরুরী।

এ সময় জামায়েত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *