বিচারের সময় প্রয়োজন হলে শেখ হাসিনার খোঁজ নেওয়া হবে: আইন উপদেষ্টা

জাতীয়

শেখ হাসিনা কোথায় আছেন, এখন সেটা নিয়ে ভাবছি না। যে অপরাধ করেছেন, তার বিচার নিয়ে কাজ করছি। বিচারের কোনো পর্যায়ে গিয়ে যদি শেখ হাসিনার উপস্থিতির প্রয়োজন হয় তখন তার খোঁজ নেব—এক প্রশ্নের জবাবে বলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৯ অক্টোবর) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ট্রাইব্যুনাল পুনর্গঠন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালের জন্য বলা হতো বিচারপতি সংকট। হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। ছুটি শেষ হলে দুই-তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *