ফ্লোরিডায় হারিকেন মিল্টনের তাণ্ডবে ১৬ জনের মৃত্যু

বিশ্ব

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হারিকেন মিল্টন। মিল্টনের প্রভাবে সৃষ্ট টর্নেডো, বন্যা ও ঝড়ের কবলে পড়ে অঙ্গরাজ্যটিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির

মেক্সিকো উপকূল থেকে অগ্রসর হয়ে স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যটিতে আঘাত হানে মিল্টন। হারিকেনটি প্রথমে ৩ মাত্রার হয়ে আঘাত হানলেও পরে তা ৫ মাত্রায়  রূপ নেয়। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ১ মাত্রায় রূপ নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। ৩০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঘূর্ণিঝরটির প্রভাবে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন হারডি কাউন্টির বাসিন্দারা। এ ছাড়া পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এ সংকট তীব্র আকার ধারণ করেছে।

মিল্টনের প্রভাবে কমপক্ষে ১৯টি টর্নেডোর সৃষ্টি হয়েছে। ফ্লোরিডার পূর্ব উপকূলে ফোর্ট পিয়ার্সে টর্নেডোর পরে একাধিক প্রাণহানির খবরও পাওয়া যায়। সেন্ট লুসি কাউন্টি শেরিফ কিথ পিয়ারসনের বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানায়নি। টর্নেডোর কারণে প্রায় ১২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

মাত্র সপ্তাহ দুয়েক আগেই ফ্লোরিডায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ‘হেলেন’। হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে ২৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *