দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে বেড়েই চলছে অস্থিরতা। সরবারহে খুব একটা কোনো ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে গেছে বিভিন্ন সবজির। ১০০ টাকার নিচে তেমন কোনো সবজি মিলছে না।
শুধু তাই নয়, কাঁচামরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে, পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। মুরগি আর মাছের দাম তো আগে থেকেই বাড়তি। বাজারে গিয়ে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না, ভেবে হতাশ সাধারণ ক্রেতারা। সরকারের পট পরিবর্তনের ডামাডোলে বাজারদর নিয়ে প্রাণ ওষ্ঠাগত নিম্ন-মধ্যবিত্তদের।
রাজধানীর মাটিকাটা বাজারে জসিম উদ্দিন নামে একজন সরকারি কর্মচারীর সাথে কথা হয়। তিনি বলেন, ‘দাম নাগালের বাইরে হওয়ায় মাছ-মাংস কেনা আগেই বাদ দিয়েছি। এখন দেখছি সবজি কেনাও বাদ দিতে হবে। নিত্যপণ্যের দাম বাড়ার সাথে সাথে যদি বেতনও বাড়তো তাহলে আমাদের সমস্যা হতো না।’
শেয়ার করুন