স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকায় অনুষ্ঠিত ৮টি পূজামন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা উপহার দিয়েছেন পৌরসভার সাবেক মেয়র প্রার্থী, ক্রীড়া সংগঠক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন পূজামন্ডপ, সদর সার্বজনীন পূজামন্ডপ, জানাইয়া গ্রামস্থ জানাইয়া সার্বজনীন পূজামন্ডপ, বিশ্বরুপ মডেল মন্দির সার্বজনীন পূজামন্ডপ, নতুন বাজারস্থ রাধাগোবিন্দ সার্বজনীন পূজামন্ডপ ও কৃপাখালি সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এর পূর্বে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে কালীগঞ্জ বাজারস্থ শ্রীশ্রী কালীবাড়ি সার্বজনীন পূজামন্ডপ ও চড়চন্ডি সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামন্ডপ পরিদর্শন শেষে পৌরসভায় অর্ন্তগত ওই ৮টি পুজামন্ডপের ‘সভাপতি ও সাধারণ সম্পাদক’র হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ ১০ হাজার টাকা করে দেন প্রবাসী মুমিন খান মুন্না। পুজামন্ডপ পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি বিভিন্ন মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন ওই প্রবাসী নেতা।
পূজামন্ডপ পরিদর্শনে প্রবাসী মুমিন খান মুন্নার সাথে উপস্থিত ছিলেন উপজেলার দেওকলস ইউনিয়নের সাবেক মেম্বার দবিরুল ইসলাম, মুরব্বী কাছা মিয়া, মাসুক মিয়া, ব্যবসায়ী জাহেদ খান, সংগঠক ছালিক মিয়া, রমজান মিয়া, ক্রীড়া সংগঠক সাবুল মিয়া’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শনকালে নিজের বক্তব্যে প্রবাসী মুমিন খান মুন্না বলেন, বিশ্বনাথ একটি সম্প্রীতির উপজেলা। এখানে প্রতি বছরের ন্যায় এবারও নিরাপদে ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। তিনি আরোও বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এখানে আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। দলমত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।
শেয়ার করুন