কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও গণমাধ্যমে জানিয়েছিলেন, কিছু রোহিঙ্গাকে তারা আশ্রয় দিতে চান। এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তা আরও পরিস্কার করলেন। জানালেন জাপান ও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আগেই সহযোগীতা চাওয়া হয়েছিল। দুটি দেশই এ ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে।
আজ শুক্রবার ( ২৬ আগস্ট) সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে বন্যা পরবর্তী উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিতের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত-বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
সভায় মন্ত্রী ছিলেন প্রধান অতিথি।
ড. মোমেন গণমাধ্যমকে বলেন, জাপান এবং যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গা পূণর্বাসনের ব্যাপারে আমরা অনুরোধ জানিয়েছিলাম। তারা এতদিন এ ব্যাপারে কিছু না বললেও সম্প্রতি আমরা তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এটি আমাদের জন্য একটি ভালো খবর।
বন্যা পরবর্তী উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিতের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) শাহিরায়ারসহ সিলেটের সরকারী বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা।
শেয়ার করুন