স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ (২৬আগস্ট) বৃহস্পতিবার সকালে যশোর কেন্দ্রীয় কারাগারের কারা কর্তৃপক্ষ প্রথম বারের মতো কারাবন্দীদের নিয়ে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেন।
উক্ত প্রিমিয়ার লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলার ফোরকান ওয়াহিদ, ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম,আফরোজা ইয়াসমিন প্রমুখ।
জেলার ফোরকান ওয়াহিদ বলেন-অংশগ্রহনকারী বন্দিদের রুপসা কিংস, দুরন্ত ভৈরব, কপোতাক্ষ নাইটস ও চিত্রা এক্সপ্রেস নামে চারটি দলে ভাগ করা হয়েছে । পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দু’টি দল ফাইনাল খেলবে।
তিনি আরও বলেন- বন্দিদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য ব্যতিক্রমী এ আয়োজন।