স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাককে অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের একটি কমিনিউটি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার যৌথ উদ্দ্যেগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে এবং মৌলভীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন তালুকদার ও মিরেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী নন্দীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর আজমত উল্লা খান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সহসভাপতি বাবুল কান্তি দাশ মেঘল।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার আরও ৫জন শিক্ষককে বিদায় সংবর্ধনা করা হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন, পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজ আলী, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফালী বড়ূয়া, হাজী আর্শ্বদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যুথিকা ভট্টাচার্য্য, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক স্বপ্না দে, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শিবানী ভট্টচার্য্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আমিন, গীতাপাঠ করেন সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত পুরকায়স্থ ও স্বাগত বক্তব্য রাখেন শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরেন্দ্র কুমার দাশ।
বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি আবু তৈয়ব বেলাল, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাশ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সদস্য আলীম উদ্দিন, আ.স.ম লায়েক, সঞ্জিত কুমার দেব, শাহিন আহমদ, বিমল চন্দ্র দাশ, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার, ছৈফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তি রানী।
এসময় উপস্থিত ছিলেন ছামিয়া বেগম, লিলি রানী দে, ইমরান উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল হোসেন হেলালী, বিধান রঞ্জন দাশ, রত্না রানী দেবী, পান্না মনি তালুকদার, মুন্সি হুমায়ুন কবির, কাজী আবু ছায়েম, আক্তার ফারুক, আব্দুস শহিদ, নুরুল ইসলাম, ফয়ছল আহমদ সুপাদার, মোজ্জামেল আলী প্রমূখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
শেয়ার করুন