স্টাফ রিপোর্টার:
‘২৮ অক্টোবর ২০০৬ইং ও জুলাই-আগষ্ট ২০২৪ইং’ লগি-বৈঠার তান্ডবে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের ‘বিশ্বনাথ উপজেলা ও পৌর’ শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ আল-হোসাইন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস সোবাহানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাস্টার ইমাদ উদ্দিন, নায়েবে আমীর এএইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া, সূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মুকসিদ আক্তার (অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর), আশিকুর রহমান, মাস্টার মনোহর আলী, আব্দুল মালিক, হাফিজ মোহাম্মদ আলী (খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর), আব্দুর রহিম (দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি), পৌর জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, জামায়াতের শিক্ষক ইউনিটের পৌর শাখার সভাপতি মাওলানা ইউনুছ মিয়া মফিজি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহেদুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা যুব শাখার সভাপতি গিয়াস উদ্দিন সাদি, পৌর যুব শাখার সভাপতি আবু সাঈদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল ইসলাম, ইসলামী সঙ্গিত পরিবেশন করেন জসিম উদ্দিন কাওছার ও কবিতা আবৃত্তি করেন লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জুয়েল আহমদ।
এসময় সভায় জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।