অনলাইন ডেস্ক : সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফিনল্যান্ডের সাজ্জাদুর রহমান মুন্নাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ l বুধবার রাত ১১টায় কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় ( মামলা নং ০৬ ) তাকে আটক করা হয় ।
উল্লেখ্য, সাজ্জাদুর রহমান মুন্নার বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে l তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের অবৈধ আয়ের অর্থ ফিনল্যান্ড পাচার এবং সেই অর্থ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাবেক মন্ত্রী মোমেন এখন ফিনল্যান্ড আছেন এবং তাকে ফিনল্যান্ড রেখেছেন যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান মুন্না। ফিনল্যান্ডে মুন্নার তত্বাবধানে ব্যবসা করছেন সাবেক মন্ত্রী মোমেন। সিলেট আওয়ামীলীগের অনেকেই বিষয়টি অবগত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামীলীগ নেতা বলেন, মোমেন সাহেবের অবৈধ আয়রোজগারের সবকিছুর তথ্য থাকতো মুন্নার কাছে l তার মাধ্যমেই মোমেন সাহেব ফিনল্যান্ড টাকা পাচার করতেন।
এদিকে ৫ আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের গণঅভ্যুথান সৃষ্টিকারী বৈষম্য আন্দোলনে দমনে মুন্নার নানা কর্মকান্ড বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিএনপির নির্যাতিত কর্মীরা অবগত ছিলেন।
৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় যুবলীগ ক্যাডার সাজ্জাদুর রহমান মুন্না সহ আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারায়। পরে আলাল বাদী হয়ে মামলা করে। সেই মামলার অন্যতম আসামি মুন্নাকে আটক করা হয় বুধবার।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক মামলার ১১৬ নম্বর আসামি সাজ্জাদুর রহমান মুন্নাকে শিবগঞ্জের একটি বাসা থেকে আটক করা হয়েছে ।
সুত্র : সিলেটেরদিনকাল।
শেয়ার করুন