বানারীপাড়ায় মাদক কারবারি শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে আটক করেছে করেছে থানা পুলিশ

জাতীয়

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় মাদক কারবারি শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। ৫ই নভেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার দিকে বানারীপাড়া থানার সদ্য যোগদানকারী চৌকস থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এসআই আল-মামুনের সঙ্গীয় ফোর্স কৌশলে অভিযান চালিয়ে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক কারবারি শাকিলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ তার(শাকিল) স্ত্রী মিমকে গ্রেফতার করে। বানারীপাড়ার মাদক সম্রাট খ্যাত শাকিল ও তার পরিবার দীর্ঘদিন যাবত বানায় প্রায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন শাকিল এর বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে অভিযান পরিচালনা করলে মাদক কারবারির মূল সম্রাট শাকিলকে ধরা সম্ভব না হলেও তার বাড়ির আশপাশে থেকে বেশকিছু পুঁটলি বাঁধা বিপুল পরিমাণে গাঁজা জব্দ করে পুলিশ প্রশাসন । পরবর্তীতে শাকিলের স্ত্রী মিমকে ১ নম্বর ও শাকিলকে ২ নং পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক কারবারি ছেলের শাস্তির দাবি করে।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তফা সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি বানারীপাড়া উপজেলাকে মাদকমুক্ত করব । শান্তি প্রিয় মানুষকে একটি সুন্দর সমাজ উপহার দেব। তবে তাতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। মাদক সেবক বা মাদক কারবারি যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। বানারীপাড়ায় সাধারণ মানুষের প্রত্যাশা এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালিত হলে মাদক নামক সামাজিক ব্যাধি নির্মুল করা সম্ভব হবে।
উল্লেখ্য পুলিশ অফিসার মোহাম্মদ মোস্তফা বানারীপাড়া থানা যোগদানের পর থেকেই প্রতিনিয়ত মাদক সেবি, মাদক বিক্রেতা ধরা পড়ছে। সচেতন মহলের দাবি পুলিশ প্রশাসনের এ দ্বারা অব্যাহত থাকতে অচিরেই বানারীপাড়া মাদক মুক্ত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *