বেরোবির হলের মসজিদে ১৬ বছর পর আজান

জাতীয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে গত রবিবার প্রথমবারের মতো মাইক ব্যবহার করে আজান দেওয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা হলের এমন পরিবর্তনে আনন্দ প্রকাশ করে জানান, ‘আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি।’ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১৬ বছর পর এটি একটি নতুন উদ্যোগ। বঙ্গবন্ধু হলের মসজিদে মাইক লাগানোর পর এশার আজান প্রথমবারের মতো মাইকের মাধ্যমে প্রচারিত হয়। এর আগে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাইকে আজান দেওয়ার সুযোগ ছিল না বলে হল সূত্রে জানা যায়। ১৬ বছর ছাত্রলীগের আধিপত্য চলছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে। আবাসিক হলের শিক্ষার্থী মেহেদী জানান, হলে বা কেন্দ্রীয় মসজিদে কেউ নামাজ আদায় করলে তাকে শিবির ট্যাগ দিয়ে নানা রকম হুমকি, নির্যাতন করা হতো। এর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, এটি খুব প্রয়োজন ছিল এবং আমরা সবসময় ইতিবাচক কাজ করার চেষ্টা করব। হলের পরিবেশ সুন্দর ও সাজানো গোছানো করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *