বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র তৃতীয় মেধা বৃত্তি সম্পন্ন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র তৃতীয় মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের পুরাণ বাজারস্থ ‘বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় বিশ্বনাথের প্রায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপদি সাদ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন বলেন, আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত তৃতীয় মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।
বৃত্তি পরীক্ষার হল সুপার ও বাহাড়া-দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ তালুকদার বলেন, মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন। সকলের সার্বিক সহযোগীতায় ওই তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর কিছু দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *