রাজধানীর সায়েন্সল্যাব এলাকার পাশাপাশি দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিটি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন কলেজ প্রশাসন।
আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিটি কলেজ অধ্যক্ষ কাজী নিয়ামুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকালকের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের প্রায় ৩৪ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আরও ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কলেজ থেকে বের হয়ে শিক্ষার্থীরা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছিল।
জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শেয়ার করুন