সুবিদবাজারে কাভার্ড ভ্যান ভর্তি ‘বুঙ্গার’ চিনি জব্দ

সিলেট

সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় ‘বুঙ্গার’ চিনি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ চিনির চালানটি জব্দ করে। এসময় একজনকে আটক করে পুলিশ।

কাভার্ড ভ্যানের ভেতর ৮৯ বস্তায় ২ হাজার ৯৬০ কেজি চিনি ছিল। যার বাজার মূল্য ৩ লাখ ৫৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজার বনকলাপাড়া ৬২/২ নম্বর বাসা সংলগ্ন ভাই ভাই খাদ্য ভান্ডার নামক দোকান হতে দোকানের কর্মচারী সজল আহমদ রিফাতকে (২১) আটক করা হয়। সে নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

তিনি আরও জানান, পরে তার হেফাজত হতে ৮৯ বস্তা ভারতীয় চিনি ও পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। আটক রিফাত ও অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *