গত বছর আইপিএলের নিলামে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়ে ইতিহাস গড়ে কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপিতে এই অস্ট্রেলিয়ান পেসারকে দলে টানে দলটি, আইপিএল নিলাম ইতিহাসে এর আগে এতো দামে বিক্রি হয়নি কোনো ক্রিকেটার।
তবে ২০২৫ আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত মেগা নিলামে ‘মার্কি’ সেট থেকে তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে ওঠা শ্রেয়াস আইয়ারের জন্য সেই রেকর্ড ভাঙল পাঞ্জাব কিংস। শুরুতে কলকাতা এবং শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই শেষে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে অধিনায়ক হিসেবে কলকাতা শিরোপা এনে দেন আইয়ার। তারপরেও মেগা নিলামের আগে অধিনায়ককে ছেড়ে দেয় কলকাতা। মেগা নিলামেও এই মিডল অর্ডারকে ফেরাতে বেশিদূর লড়েনি কলকাতা। তবে শেষ পর্যন্ত লড়ে যায় পাঞ্জাব এবং দিল্লি। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে পাঞ্জাব।
এদিকে, ১৮ কোটি ভারতীয় রুপিতে ভারতীয় পেসার অর্শদীপ সিংকেও দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কাগিসো রাবাদাকে কিনেছে গুজরাট টাইটান্স। এছাড়া ১৭ কোটি ৭৫ লাখ রুপিতে ইংলিশ উইকেটকিপার ব্যাটার জস বাটলারকে কিনেছে দলটি।
শেয়ার করুন