রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চুনারুঘাট-মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।

আজ রবিবার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে ফের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে জানিয়েছে হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর হয়। শুক্রবার ও শনিবার রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে ব্যরিস্টার সুমনকে। ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে তা এখনই তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়।

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান জানান, মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *