আইপিএলের নিলাম শেষে মোস্তাফিজদের নিয়ে যে বার্তা দিল চেন্নাই

খেলাধুলা

সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের মেগা নিলাম। জমজমাট এই নিলামে এবার হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের। এবারই সর্বোচ্চসংখ্যক, ১২ বাংলাদেশি ছিলেন দলপ্রত্যাশী। যদিও নিলামে তোলা হয়েছিল কেবল দুজনকে- মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিলামে তোলা হলেও দল পাননি কেউই।

দীর্ঘদিন ধরে আইপিএলে খেলে আসা মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই।

নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসও আগামী আসরের জন্য স্কোয়াড ঘুছিয়ে ফেলেছে। নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। এ তালিকায় মোস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরও অনেকেই।

এবার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে মোস্তাফিজদের স্মরণ করল চেন্নাই। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সব সময়ের জন্য।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *