স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরে আজ (২৯ আগস্ট) সোমবার ভোর পোনে পাঁচটায় যশোর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কোতয়ালি মডেল থানা এলাকা থেকে বিপুল পরিমান ভেজাল সার ও সার তৈরীর বিভিন্ন মেশিন সহ মোঃ মাহাবুবুর রহমান(৩৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান সদর থানার শাহপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী আজ ডিবি যশোরের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, এসআই(নিঃ) শেখ আবু হাসান, এসআই(নিঃ)নিতাই চন্দ্র দাস, এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই(নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভোর পোনে পাঁচটায় যশোর জেলার কোতয়ালী থানাধীন শাহপুর সাকিনস্থ শাহপুর বালিডাঙ্গা মাটির রাস্তার পশ্চিম পাশে জনৈক হাসানুর রহমান পিকুলের সার কারখানা থেকে ভেজাল
সার ২৪ কার্টুন সুফলা বাম্পার মনো জিংক সর্বমোট ওজন ২৪০ (দুই শত চল্লিশ) কেজি, ৬০ (ষাট) বস্তা Fresh Calcium Carbonate, সর্বমোট ওজন ১৫০০ কেজি,২৫ বস্তা SODIUM SULPHATE ANHYDROUS FOR INDUSTRIAL USE, MADE IN CHINA । সর্বমোট ওজন ১২৫০ কেজি। ১২ বস্তা ডলোমাইট পাউডার ১৮ বস্তা আমেরিকান জিংক প্লাস, সর্বমোট ওজন ৪৫০ কেজি, ৪ বস্তা লিমা জিংক, সর্বমোট ওজন ১০০ কেজি।৩৯ বস্তা চায়না মনো জিংক, সর্বমোট ওজন ৯৭৫ কেজিসহ সার একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র,একটি সিলিং মেশিন, একটি SPRING DIAL SCALE., একটি লং স্প্রে মেশিন, একটি ১২ হর্স পাওয়ার এর Gi SIFANG স্যালো মেশিন, ৯০০ পিচ ব্লু রংয়ের আমেরিকান জিংক প্লাস খালি প্যাকেট,২৫০ পিচ নিউ স্কয়ার জিংক প্লাস খালি প্যাকেট,একটি মিক্সার মেশিন, ১১ ব্যান্ডেল তারা তুর্কি বোরন এর খালি প্যাকেট,২০০টি প্যাকেট সুফলা বাম্পার মনো জিংক, ১০০টি সুফলা হেপ্টা জিংক এর খালি প্যাকেট,
১০০ টি সফল জিংক এর সবুজ রংয়ের খালি প্যাকেট, ৫০ টি চমক বোরন এর খালি প্যাকেটসহ আসামি মাহবুবুরকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৭,৩৮,০২৫/-(সাত লক্ষ আটত্রিশ হাজার পঁচিশ) টাকা।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)মোঃ শফিউর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায়একটি মামলা দায়ের করেন।