বিদেশগামী শিক্ষার্থীদের সত্যায়ন অনলাইনে, আবেদন করবেন যেভাবে

জাতীয় তথ্যপ্রযুক্তি

বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সনদ/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র যাচাই ও সত্যায়ন শুরু হয়েছে অনলাইনে। আজ বুধবার (১১ ডিসেম্বর) শিক্ষামন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ঐ স্ট্যাটাসে বলা হয় বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে। সার্টিফিকেট প্রতি সত্যায়ন ফি ২০০ টাকা।

ওয়েবসাইটে Online Application মডিউলে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাচ্ছে। নিচে আবেদনের লিংক দেওয়া হয়েছে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

উল্লেখ্য, বর্তমানে শিক্ষার্থীদের তাদের শিক্ষাসনদ বিভিন্ন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। এরপর যে দেশে তারা যেতে আগ্রহী ওইসব দেশের দূতাবাস বা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সেটি আবার সত্যায়িত করার পরে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিলে সেটি গ্রহণ করা হয়।

এ প্রক্রিয়াটি সময় ও ব্যয়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। গোটা প্রক্রিয়াটি সহজ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *