সিলেটের দক্ষিণ সুরমায় বিজয় দিবসে পুরস্কার বিতরণ

সিলেট

নিজস্ব প্রতিবেদক, নাহিম মিয়া:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার ১৬ই ডিসেম্বর দুপুর ২ ঘটিকায় সিলেট পলিটেক ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: তারেক আহমদের সভাপতিত্বে ও সদস্য সামিয়া আক্তার তাহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালে উপস্থিত ছিলেন স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী মো: নজরুল ইসলাম নাজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো উৎফল বড়ুয়া, রক্তদাতা ও সমাজকর্মী নাসিম আহমদ হিমু, রক্তদাতা ও সাংবাদিক ফারুক আহমদ, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান নাঈম, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মো: ছালিম আহমদ খাঁ ।
এছাড়াও স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের শিক্ষিকা,শিক্ষার্থী এবং সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ৭১ এর সকল বীর শহীদদের স্মরণ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। স্কুলের শিক্ষার্থীদের স্বপ্নের শিখরে পৌছতে এবং প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *