মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জ

রিংকু দেবনাথ:

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব জি,কে গউছ,কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম,জেলা শ্রমিক দলের সভাপতি তরফদার তনু, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোগান, পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ, মাসুকুর রহমান মাসুক, মোস্তাফা কামাল বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির,যুগ্ম আহবায়ক হাজী রাসেল,পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান,সদস্য সচিব এমদাদুল হক সুজন, হাজী রুবেল,রনি আহমেদ পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন,রিংকু দেবনাথ প্রমূখ। পথসভায় কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতের উগ্রবাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারত সরকারের নিটক প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন ৫ আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের সকল নাগরিক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন,ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে,আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এইসব ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা অতীতে যেভাবে সম্প্রীতি নিয়ে চলেছি ভবিষ্যতে ও সেইভাবেই চলব।পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল,সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন,সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *