স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা নায়েক গোলাম মোস্তফার সম্মানে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী, অলংকারী ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল এবং সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী সিলেট জেলা মজলিশে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সেক্রেটারি আবু জুবায়ের, কামাল বাজার ইউনিয়নের আমীর শমশাদ আলী, খাজাঞ্চী ইউনিয়নের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারি ইউনিয়নের আমীর কামাল আহমদ,এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক মো: আশিকুর রহমান,খাজাঞ্চী ইউনিয়নের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, অলংকারি ইউনিয়নের সেক্রেটারি জয়নাল আবেদীন, খাজাঞ্চী ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ওয়াইস মিয়া, অলংকারি ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারি মকবুল আহমদ,কামাল বাজার ইউনিয়নের জামায়াত নেতা আনোয়ার হোসেন, জনাব দিলোওয়ার হোসেন, খাজাঞ্চী ইউনিয়নের প্রচার সম্পাদক জনাব মামুন আহমদ সুবাহদার প্রমূখ।