এমসি মাঠে ৩দিনব্যাপী মাহফিল সফল করায় আনজুমানের কৃতজ্ঞতা

সিলেট

সিলেট এমসি কলেজ মাঠে ৩দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করায় আইনশৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সকল বাহিনী, এমসি কলেজ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পিডিবি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নেতৃবৃন্দ।

রোববার এক বিবৃতিতে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোঃ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ একযুগ পর সিলেট এমসি কলেজ মাঠে আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সর্বাত্মকভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাহফিল সফলে সিলেটবাসীর সার্বিক সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। বিশেষ করে পুলিশ- সিভিল প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, বিভিন্ন এজেন্সী, সিলেট সিটি কর্পোরেশন, এমসি কলেজ কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান, মাঠের পাশর্^বর্তী এলাকার মসজিদ, ঈদগাহ ও মহল্লা কমিটির দায়িত্বশীলবৃন্দ, স্থানীয় এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতায় এই মাহফিল সফল করা হয়েছে। বিশেষ করে সিলেটের ধর্মপ্রাণ তৌহিদী জনতার উপস্থিতি, শ্রম ও বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আল্লাহ পাক সবাইকে এর উত্তম প্রতিদান দান করুন। আমীন।

নেতৃবৃন্দ বলেন, শেষ দিনের মাহফিলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরীর কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় অনেকেই দুর্ভোগের শিকার হয়েছেন। অনিচ্ছাকৃত এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এমসি কলেজের মতো বিশাল মাঠে প্রথমবারের মতো লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মাহফিল সফল করা একটি মাইলফলক। মাহফিল ব্যবস্থাপনায় সৃষ্ট কিছু ত্রুটি-বিচ্যুতির ব্যাপারে ভবিষ্যতে আরো বেশী সতর্কতা অবলম্বনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

আল্লাহ পাক আমাদেরকে উক্ত তাফসীর মাহফিলে আলোচ্য কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *