স্টাফ রিপোর্টার:
৬২ বোতল ভারতীয় মদ’সহ সিলেটের বিশ্বনাথে আলী আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার এসআই আলীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।
সে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর (সৎপুর) গ্রামের এখলাছুর রহমানের পুত্র।
শনিবার (১৮ জানুয়ারী) রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে আলী আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার (আলী) বসতঘরের খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় মুড়ানো ‘৮ বোতল ভারতীয় এসিবø্যাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ’ মদ উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আলী আহমদকে আদালতে প্রেরণ করা হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই আলীম উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আলী আহমদ’কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৭ (তাং ১৯.০১.২৫ইং)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার এসআই আলীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিক্রি ও চোরাচালের সাথে জড়িত থাকা আলী আহমদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং তাকে (আলী) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আর পুলিশের উদ্ধার করা ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে আলী তার নিজ বসতঘরের খাটের নিচে লুকিয়ে রেখে ছিলো।
এসময় গ্রেপ্তারকৃত আলী আহমদ বলেন, আমি এসবের (মদ) ব্যবসা করি না। সৎমানপুর (সৎপুর) গ্রামের আসকার বউ শাবানা ওই ব্যবসা করেন। তিনি (শাবানা) আমার মধ্যে শয়তার ডুকিয়ে দিয়ে এগুলো রাখার জন্য দিয়ে বলে ছিলেন। আমি বুঝতে না পেরে সরল মনে এগুলো রেখে দিয়ে ছিলাম।
বিদেশী মদ’সহ আলী আহমদ’কে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদ’সহ আলী আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন