২৭ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের পর দেশে আর শৈত্যপ্রবাহ দেখা দেয়নি। এরপর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী তিনদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারির মধ্যে উত্তরাঞ্চলে একবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়া ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এ বছর এ মাসে তার চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে।
বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়।
শেয়ার করুন