ছাতকে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা সাকিব গ্রেফতার

সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ছাতক পৌরসভার তাতিকোণা গ্রামের বাসিন্দা এখলাস মিয়া তালুকদারের ছেলে সাকিব মাহমুদ তালুকদার (২৮) কে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে পিবিআই নারায়ণ গঞ্জ পুলিশের একটি টিম তাকে ছাতক থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।

এসময় ছাতক থানা পুলিশের এস আই সুহেল আহমদ পিবিআই পুলিশের সাথে ছিলেন। গ্রেফতারের পর সাকিব মাহমুদকে নারায়নগঞ্জে নিয়ে যায় পিবিআই পুলিশের ওই টিম।

ছাতক থানার এস আই সুহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাকিব মাহমুদ তালুকদারকে নারায়ণগঞ্জে নেয়া হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *