বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনও তা ফেরত না দেওয়া জুলুমের শামিল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা চাই গণহত্যার বিচার হোক। তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হন। বিগত ১৭ বছরে সর্বোচ্চ অবিচারের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।
তিনি বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। জামায়াতে ইসলাম এসব দাবির সঙ্গে একমত।
২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াত আপসহীন থাকবেও বলে এ সময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে উল্লেখ করে তিনি আরও বলেন, যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। যে সব যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। জুলাই আন্দোলন করতে যেয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন, তাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনাদের দায়িত্ব পালনে আপনাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবে।
শেয়ার করুন