সিলেট জেলা ও মহানগর বিএনপি দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশকে পুনর্গঠন ও জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে কোনো ধরনের বাধা এলে তা মোকাবিলায় দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যই সর্বোত্তম হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ রবিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের পথে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও বাধা সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি দলের ভেতরে কেউ এই অপতৎপরতার সঙ্গে জড়িত থাকে বা কোনো নেতার প্রশ্রয়ে অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ যদি অপরাধীদের আশ্রয় দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় পর্যায়ে পাড়া-মহল্লা বা বাজারভিত্তিক গোষ্ঠী তৈরি করে দলীয় শৃঙ্খলা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।’
সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।- প্রেস বিজ্ঞপ্তি।
শেয়ার করুন